E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শহীদ মিনার নির্মাণ করে ফরিদপুরবাসি ইতিহাসে অংশ হয়ে রইল’

২০১৭ জানুয়ারি ০৭ ১৮:২৬:৫৮
‘শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শহীদ মিনার নির্মাণ করে ফরিদপুরবাসি ইতিহাসে অংশ হয়ে রইল’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘বাংলাদেশের মধ্যে প্রথম শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে ফরিদপুর উপজেলাবাসি বাংলাদেশের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে রইল। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কমিটির সদস্য, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আকাংখা বাস্তবায়ন করার জন্য।’

শনিবার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশে প্রথম শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ স্মারক ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো এ কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার, পৌর মেয়র খ.ম. কামাজ্জামান মাজেদ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সমবায় অফিসার মাসুদ রানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর মোর্শেদ, পাবনা প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সেফাত রহমান সনম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আলী আশরাফুল কবির, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, অধ্যক্ষ আলতাব হোসেন, প্রধান শিক্ষক আবু বাসেদ, ছাত্রী মরিয়ম খাতুন ও ছাত্র রাতুল হাসান জয়।

(এসএইচএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test