E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০১৭ জানুয়ারি ১০ ১৭:৪৪:৫৬
বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষাবৃত্তি, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহস্থ বৃহত্তর রংপুর সমিতি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে  ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর রংপুর সমিতির সভাপতি অধ্যাপক মো. রইস উদ্দীন মিঞা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাইমারি শিক্ষা একাডেমির যুগ্ম সচিব ও পরিচালক মো. শাহ আলম, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর রংপুর সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বৃহত্তর রংপুর সমিতির ৩৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও নবীন শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে নাচ, গান ও নাটিকার মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

(এসএস/এএস/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test