E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে উন্নয়ন মেলায় দর্শনার্থী বাড়ছে

২০১৭ জানুয়ারি ১০ ১৮:১৯:৫৭
জকিগঞ্জে উন্নয়ন মেলায় দর্শনার্থী বাড়ছে

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : কর্মকর্তা কর্মচারী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থী, মিডিয়াকর্মীসহ নানা শ্রেণীর স্বতস্ফুর্ত উপস্থিতির মাধ্যমে সোমবার সকালে জকিগঞ্জে উন্নয়ন মেলা শুরু হয়েছে। দুপুর ১টায় মেলার উপলক্ষে একটি র‌্যালি শহর দক্ষিণ করে । বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে সারাদেশে এ মেলার উদ্বোধন করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মমদ মোবাশশেরুল ইসলাম, সহকারী কমিশানার (ভূমি) মো:মিজানুর রহমান, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হালাদার, ভাইস চেয়ারম্যান গোলাম রোকবান চৌধুরী জাবেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বেগম, ইউপি চেয়ারম্যান, আব্দুর রাজ্জাক রিয়াজ, কবির আহমদ, জুলকারনাইন লস্কর, মাহতাব হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা বিকে হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা,উপজেলা প্রকোশলী মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য কমমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, পজীব কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বিআরডিবি অফিসার মোহাইমিনুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের এসও খুরশেদ আলম, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, দেলোয়ার হোসেন নজরুল, রিপন আহমদ, শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী শমস উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মালই, আব্দুল আহাদ, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৫টি স্টলে মেলার প্রথম ও দ্বিতীয় দিনে প্রচুর দর্শনার্থী আসেন।

এলজিইডি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তারা মেলা উপলক্ষে উপজেলায় নানা কাজের সচিত্র প্রতিবেদন সংক্রান্ত পুস্তিকা প্রকাশ করেছেন। মেলা শেষ হবে মঙ্গলবার। মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

(জিকেবি/এএস/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test