E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুরুসদয় দত্তের ব্রতচারী ও রায়বেশী’ কর্মশালার উদ্বোধন

২০১৭ জানুয়ারি ১০ ১৮:২২:১৪
গুরুসদয় দত্তের ব্রতচারী ও রায়বেশী’ কর্মশালার উদ্বোধন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : বিশ্ব ব্রতচারী আন্দোলনের প্রবর্তক শ্রী গুরু সদয় দত্তের জন্মভিটা সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গুরুসদয় দত্তের জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য ও আনন্দ এই পঞ্চব্রত পালনের প্রচেষ্টার সমন্বিত রূপ ব্রতচারী ও রায়বেশী’র উপর ৫ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার শুরু হয়েছে।

কর্মশালার প্রধান সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলার কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, বীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আব্দুস সালাম চৌধুরী, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, স্বাস্থ্য পরিদর্শন সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি বদরুল হক খসরু, সাবেক সহ-সভাপতি এম আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, বাংলাদেশ ব্রতচারী সমিতির প্রশিক্ষক সম্পাদক কর্মশালার প্রশিক্ষক ইথার মুর্শিদ, প্রশিক্ষক প্রিয়াংকা রায়, গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস । অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

১৬ কোটি মানুষের জন্য শিল্প-সংস্কৃতি নিশ্চিতকল্পে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনে ৫৬ হাজার বর্গমাইলে শিল্প সংস্কৃতির আলো ছড়িযে দেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় হচ্ছে গুরুসদয় দত্তের পিতৃভূমি সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামে। ৫ দিনব্যাপী এই কর্মশালাটির আয়োজন। চলবে ১৪ জানুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত। ১২ থেকে ১৫ বছর বয়সী ৩০ জন শিক্ষার্থী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করছে।

হবিগঞ্জের জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্ত জানান, গুরুসদয় দত্তের ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয় এই প্রথম ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরুসদয় দত্তকে নিয়ে জকিগঞ্জে একটি অনুষ্ঠান করছে।

(জিকেবি/এএস/জানুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test