E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধার উপর হামলা: আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

২০১৭ জানুয়ারি ১১ ১৫:৩০:৪৪
মুক্তিযোদ্ধার উপর হামলা: আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিয়া মশিউর রহমানের উপর বর্বরোচিত হাতুড়ি পেটানো আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

এ ঘটনায় থানায় মামলা হলেও ২০ দিন পেরিয়ে গেলেও মূল আসামীরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। অথচ আজও হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন মুক্তিযোদ্ধা মশিউর। মামলার প্রধান আসামীরা প্রকাশ্যে থেকে এ মামলার স্বাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা মশিউরের ছেলে মধুখালি সুগার মিলের কর্মকর্তা রিয়াদুল ইসলাম।

মুক্তিযোদ্ধা মশিউর রহমানের উপর হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও একাত্তরের শ্রীপুর বাহিনীর উপ অধিনায়ক মোল্যা নবুয়ত আলী জানান- মশিউর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে কৃতিত্বপূর্ণ অবদানের পর বিডিআরে যোগদান করেন। দেশের জন্য তার অবদান অনস্বীকার্য। অথচ অবসর জীবনে গ্রামের যে দূর্বিত্তরা প্রবীণ এ মুক্তিযোদ্ধার উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজনে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও এ বিষয়ে আলোচনা করবো।

মশিউর রহমানের সহযোগী মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো: আলেক মিয়া জানান- মুক্তিযোদ্ধা মশিউর রহমান অত্যন্ত সহজ সরল মানুষ। গ্রামের কোন রাজনীতির সাথে তিনি যুক্ত থাকেন না। নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন এটাই তার সবচেয়ে বড় অপরাধ। ঈর্ষা কাতর ও সম্পত্তির লোভে পড়ে তার উপর এই বর্বরোচিত হামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনার নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুল ইসলাম লিটন জানান- মুক্তিযোদ্ধার উপর হামলার অর্থ দেশের উপর হামলা। আমরা চিহ্নিত ওই হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মামলার বিবরণ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই মুক্তিযোদ্ধার সাথে কথা বলে জানা গেছে- পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মশিউর রহমান গ্রামের বাড়ি থেকে মাগুরায় আসার পথে ওই গ্রামের বাঁশি বিশ্বাস, সুমন, আকেন, রফিকুল ও আজিজুল তার উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করে। তার হাতের আঙ্গুল, হাটু, কোমরসহ একাধিক জায়গায় এখনও আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে। এ ঘটনার পর ওই মুক্তিযোদ্ধাকে মাগুরা সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম বাদি হয়ে ২৫ ডিসেম্বর শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী রিয়াদ অভিযোগ করেন- ঘটনার ২০দিন পরও মামলার প্রধান আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের ধরছে না। এদিকে গ্রেফতার না হওয়ায় তারা এ ঘটনায় দায়ের হওয়া মামলার স্বাক্ষীদের স্বাক্ষী না দেয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুল হামিদ জানান- ইতিমধ্যে মামলার ৫নং আসামী আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। সে আদালত থেকে জামিনে মুক্ত আছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।










(ডিসি/এস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test