E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মহাসড়কের বেহাল দশা

২০১৭ জানুয়ারি ১১ ১৭:৫০:২৭
বাগেরহাটে মহাসড়কের বেহাল দশা

বাগেরহাট প্রতিনিধি : খুলনা-মাওয়া-মোংলা-বরিশাল সড়কের সংযোগস্থল বাগেরহাটের নওয়াপাড়া কাটাখালী সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে এই সংযোগস্থলের ১৪’শ মিটার ও খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকার সাড়ে ৬ কিলোমিটার সড়ক খানা খন্দে পরিণত হয়। এর ফলে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বাড়ছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে ও সুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়ছে। এই সড়কটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল ও পায়ে হেঁটে মানুষের যাতায়াতের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাগেরহাট সড়ক বিভাগ বেহাল দশার কথা স্বীকার করে বলছেন, এ মাসের মধ্যেই দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তারপরও মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের কিছুটা দুর্ভোগ কমাতে প্রতিনিয়ত খানাখন্দগুলো মেরামতের কাজ চলছে। যানবাহনের চালকরা বলেন, ভাঙ্গাচোরা সড়ক দিয়ে চলাচলে প্রায়ই গাড়ির পিস্টন, টায়ার,এক্সেলেটার, পাতিসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যায়। এর ফলে যাত্রীসহ নানা দুর্ভোগে পড়তে হয়। পথচারি এনায়েত বলেন, ধুলাবালির কারনে রাস্তায় পায় হেটেও চলাচল করা যাচ্ছে না। দ্রুত এ রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী সুমি বলেন, আমরা প্রতিনিয়িত কলেজে আসা-যাওয়ার সময় ধুলাবালিতে অনেক সমস্যায় পড়ি। কলেজের সামনে রাস্তাটি এতই খারাপ যা হাঁটা-চলায় নানা সমস্যায় পড়তে হয়। দ্রুত সংকারের দাবি জানাচ্ছি।

বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশুলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, বাগেরহাটের নওয়াপাড়া থেকে কাটাখালী সড়কের ১৪’শ মিটার এবং খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকার সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘদিন বরাদ্দের অভাবে সংস্কার করা হয় নি। ইতিমধ্যে ১৫ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে।

(একে/এএস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test