E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে গাড়ি খাদে পড়ে স্কুলছাত্র নিহত

২০১৪ জুন ১৬ ১২:২৯:২৭
বান্দরবানে গাড়ি খাদে পড়ে স্কুলছাত্র নিহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় সোমবার সকাল ৯টার দিকে একটি চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে মিদু মার্মা (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ শিক্ষার্থী।

জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপেরঘাটা-ডুলহাজারা সড়কের ছলুমিয়াজির ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিদু মার্মা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যথোয়াই মার্মা পাড়ার দুলাউ মার্মার ছেলে এবং হারগাজা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সাপেরঘাটা থেকে যাত্রী বোঝাই একটি চাঁদের গাড়ি হারগাজা হয়ে ডুলহাজারা যাচ্ছিল। পথে গাড়িটি সড়কের ছলুমিয়াজির ঘোনায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিদু মার্মার মৃত্যু ও ১৫ শিক্ষার্থী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মোমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রায়হান ও রেহানা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুন ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test