E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক

২০১৪ জুন ১৬ ১২:৩৯:২৩
প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার : গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-১৪ অবলম্বে অনুমোদনসহ বিভিন্ন দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।  আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গৃহশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও শ্রমআইনে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দীঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। কিন্তু সরকার শ্রমিকদের এই অধিকার বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করেছে না। তাই গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-১৪ অবলম্বে অনুমদন করতে হবে।

গৃহশ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেন্সন-১৮৯ বাস্তবায়নেরও দাবি জানান তারা। এছাড়া এযাবতকালে যত গৃহশ্রমিক হত্যা ও নির্যাতন হয়েছে তার বিচার দাবি করে অবিলম্বে এটা বন্ধের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কর সমন্বয়ক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, শ্রমিক নেতা আবুল হোসেন ও জাকির হোসেন, কোয়ালিশন ফর দ্যা আরবান পোর’র নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান ইয়াতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

(ওএস/জেএ/জুন ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test