E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসলামিক সলিডারিটি কুস্তি ক্যাম্পে যোগ দিয়েছেন শিরিন 

২০১৭ জানুয়ারি ১৫ ১৬:৫৭:০৮
ইসলামিক সলিডারিটি কুস্তি ক্যাম্পে যোগ দিয়েছেন শিরিন 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :আজারবাইজানের বাকুতে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস এর কুস্তি ক্যাম্পে যোগ দিয়েছেন ময়মনসিংহের মেয়ে শিরিন সুলতানা।

কুস্তি ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে তার সাথে আরো ৩জন মহিলা ও ৪জন পুরুষও যোগ দিয়েছেন।

শিরিন রেসলিং এ জাতীয় প্রতিযোগীতায় ২০০৯ থেকে -২০১৫ স্বর্ন পদক প্রাপ্ত, বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস প্রতিযোগিতায় স্বর্ণ পদক, উদিয়মান খেলোয়াড় হিসেবে ২০১৩ রাষ্ট্রপতি সেবা পদক, ২০১২ সালে ইন্দ্রো-বাংলা পদক, রোয়িং প্রতিযোগিতা২০১০ থেকে ২০১৪ চ্যা¤িপয়ন এবং দলীয় ক্যাপ্টেন, ভারতের কলকাতায় ২০১২সালে অনুষ্ঠিত ২য় ইন্দবাংলা রেসলিং এ স্বর্ন পদক, ২০১৩ সালে দিল্লীতে গ্রান্ড ফিক্সড টুর্নামেন্ট এ তাম্র পদক, ১২তম সাউথ এশিয়ান গেমস ২০১৬ রেসলিং রৌপ্য পদক লাভ করেন। ২০১৪সালে এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন।

তিনি এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগীর। খেলাধুলার পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা ও পরিবেশবাদী। ময়মনসিংহের গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন ২০হাজার মুরগীর বিশাল পোল্ট্রি খামার, যা থেকে প্রতিদিন গড়ে ১১হাজার ডিম আসে। সাথে রয়েছে একটি মৎস্য খামার। ইতিমধ্যে তিনি পৈতৃক পতিত ভূমিতে ১হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রজায় রাখতে চেষ্টা করছেন।





(এসআইএম/এস/জানুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test