E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী এয়ারপোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

২০১৭ জানুয়ারি ১৬ ১৪:২১:৩০
ঈশ্বরদী এয়ারপোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ও প্রাচীন এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা  ও মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি এনামূল হক রানা সরদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক পূর্ণিমা রায়ের ব্যবস্থাপনায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। শিক্ষক সাজিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পূর্ণিমা রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাকটর আনোয়ারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক ইয়াছিন আলী, অভিভাবক লাইলী খাতুন, প্রাক্তন ছাত্র মনিরুল ইসলাম, প্রাক্তন ছাত্রী আফরোজা শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল জলিলসহ প্রাক্তন প্রধান শিক্ষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক, শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি রানা সরদার বিপুল ভোটে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া পিএসসি পরীক্ষায় কৃত্বি ছাত্র-ছাত্রী এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘কচিপাতা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনও করা হয়। অতিথিদের বক্তব্য ও আনুষ্ঠানিকতার ফাঁকে ফাঁকে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত নাচ-গান উপস্থিত অতিথি, সুধিজন ও অভিভাবকদের মনোরঞ্জন করেছে।

(এসকেকে/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test