E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে সাংবাদিক বিহীন তথ্য অধিকার আইন বিষয়ক সভা

২০১৭ জানুয়ারি ১৬ ১৮:০২:১২
গৌরীপুরে সাংবাদিক বিহীন তথ্য অধিকার আইন বিষয়ক সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহন ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার বিষয়ে জনঅবহিতকরণ সভা। সোমবার বিকেলে উপজেলা পাবলিক হলে ইউএনও মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড.গোলাম রহমান।

জানা গেছে, উপজেলা প্রশাসন সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে সভায় বসার জন্য কোন আসনের ব্যবস্থা করেননি। এ কারণে স্থানীয় সাংবাদিকগণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আসন না পাওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার জানান, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার উক্ত সভায় স্থানীয় ১০ জন সাংবাদিকদের নিয়ে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে সভা শুরুর সময় তিনি সাংবাদিকদের নিয়ে পাবলিক হলে গিয়ে দেখতে পান জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিদের জন্য আসন বরাদ্দ করা হলেও সাংবাদিকদের বসার কোন ব্যবস্থা ছিলনা।

স্থানীয় সাংবাদিকরা দু’দফায় অনুষ্ঠানস্থলে গিয়েও আসন পাননি। অবশেষে ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে ইউএনও মর্জিনা আক্তার জানান, সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই নির্ধারিত আসনে অন্যান্য ব্যক্তিবর্গ বসে পড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

(এসআইএম/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test