E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে অটোরিকশা চালককে ছুরিকাঘাত, আটক ১

২০১৭ জানুয়ারি ১৭ ১৫:০৯:৩৬
চাটমোহরে অটোরিকশা চালককে ছুরিকাঘাত, আটক ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ব্যাটারীচালিত অটোরিকশা (বোরাক) চালককে ছুরিকাঘাত করে গাড়ি নিয়ে পালানোর সময় মামুন হোসেন (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নে হেংলী বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত চালক কবীর হোসেনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ৭টি ছুরিকাঘাত করা হয়েছে।

আটককৃত ছিনতাইকারী হলো, নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর পূর্র্ণকলস কুমিল্লী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। আহত অটোরিকশা চালক একই এলাকার অর্জুনপুর গ্রামের আলাল হোসেনের ছেলে কবীর হোসেন।

এলাকাবাসী ও পুুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকা চাটমোহর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে ৫শ’ টাকা ভাড়ায় কবীরের অটোরিকশাটি রিজার্ভ করে মামুন। হেংলী বুধপাড়া গ্রামে আসার পর রাত সাড়ে ৮টার দিকে বিলের মধ্যে ফাঁকা রাস্তা পেয়ে কবীরকে উপুর্যপুরি ছুরিঘাত করে রাস্তার পাশে ফেলে বোরাক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে পার্শ্ববর্তী ঘাষিখোলা এলাকা থেকে মামুনকে বোরাকসহ আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

পুলিশ মামুনকে আটক এবং অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে রাতেই গুরুতর আহত চালক কবীরকে প্রথমে আটঘরিয়া, পাবনা মেডিকেল কলেজে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ‘এ ঘটনায় চাটমোহর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। অটোরিকশাটি উদ্ধার ও অভিযুক্ত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এর সাথে অন্য আর কেউ জড়িত আছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে।’

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test