E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে কোদালিয়া নদীর উপর ব্রীজ না থাকায় জনদুর্ভোগ

২০১৭ জানুয়ারি ১৭ ১৮:২১:৪১
হালুয়াঘাটে কোদালিয়া নদীর উপর ব্রীজ না থাকায় জনদুর্ভোগ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে কোদালিয়া নদীর উপর ব্রীজ না থাকায় সারা বৎসর প্রায় লক্ষাধিক জনসাধারণের জনদুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী।

জানা যায়, হালুয়াঘাট থেকে পাশ্ববর্তী উপজেলা ফুলপুর-নালিতাবাড়ি সংযোগ সড়কে কোদালিয়া নদীর উপর একটি সেতুর অভাবে উপজেলার ধারা-ধুরাইল-আমতৈল ইউনিয়নে আশ্রমপাড়া ধুরাইল আমতৈল পার্শ্ববর্তী উপজেলা ফুলপুরের সিংহেশ্বর গ্রামের প্রায় লক্ষাধিক লোকের যাতায়াত ব্যবস্থার চরম অবনতি বিরাজ করছে।

বর্ষা মৌসুমে নদীটি পানিতে তই তই করলেও শুকনো মৌসুমেও পানিতে পরিপূর্ণ থাকে। ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ডিঙ্গি নৌকা ছাড়া নদীটি পারাপারের অন্য কোন বিকল্প বাহন থাকে না। অনেক সময় ডিঙ্গি নৌকা নদীগর্ভে চলে যায়। তেমনি ভাবে গ্রামের কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত সার বীজসহ প্রয়োজনীয় দ্রব্যদি নদী পারাপারে অপূরণীয় ক্ষতি সাধন করে। ব্রীজটি নির্মাণ হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়ত ব্যবস্থা সহ ব্যবসা-বাণিজ্যের আমূল পরিবর্তন ঘটবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের জনসাধারণের জন্য ব্রীজটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় সময়ের দাবি হয়ে উঠেছে।

আরো জানা যায়, প্রতি বৎসর সরকারিভাবে ৭০-৮০ হাজার টাকার মাধ্যমে নদী পারাপারের জন্য ইজারা প্রদান করা হয় এবং নিয়মিতভাবে যাতায়াতকারী জনসাধারণের নিকট থেকে টোল আদায় করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ কবির উদ্দিন শাহ্ এ প্রতিবেদক কে বলেন, কোদালিয়া নদীর উপর ব্রীজটি প্রক্রিয়াধীন। আগামী অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হতে পারে বলে আশ্বস্ত করেন তিনি।

(জেসিজি/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test