E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারাকান্দায় শারীরিক প্রতিবন্ধী ফারুক আহাম্মেদের স্বপ্নের স্কুলের উদ্বোধন

২০১৭ জানুয়ারি ১৮ ১৭:০২:৪৩
তারাকান্দায় শারীরিক প্রতিবন্ধী ফারুক আহাম্মেদের স্বপ্নের স্কুলের উদ্বোধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় বুধবার শারীরিক প্রতিবন্ধী ফারুক আহাম্মেদের স্বপ্নের স্কুল এম.আর শিক্ষা সংবাদ বিদ্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন।

উপজেলা ৮নং কামারিয়া ইউনিয়নের বিদ্যালয়বিহীন নিজ গ্রাম সাধুপাড়ায় স্কুলের প্রতিষ্ঠাতা দু’ অচল ফারুক আহাম্মেদ হাতে ভর দিয়েই মঞ্চে এসে জীবনযুদ্ধের বর্ণনা দিতে গিয়ে কাঁদালেন অতিথিদের সাহস যোগালেন সহস্র প্রতিবন্ধী মানুষের প্রাণে। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সকলের সার্বিক সহযোগিতা চান তিনি। স্কুলের অন্যতম উদোক্তা চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রির্পোটার মোস্তফা মল্লিক বলেন, ফারুকের সফলতার গল্প চ্যানেল আই’ডে প্রকাশ পায়।

চাঁন্দপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে সাইয়েদুল বাশারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাকান্দা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমান উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, প্রাণি বিজ্ঞান বিভাগের নজরুল ইসলাম, ময়মনসিংহ বিসিএস শিক্ষা সমিতির যুগ্ম সম্পাদক নূরুল আফসার, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খান সাদী হাসান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলাম, এন ইসলামী একাডেমীর প্রিন্সিপাল নজরুল ইসলাম, চ্যানেল আই’র সিনিয়র রির্পোটার মোস্তফা মল্লিক, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, আলহাজ হাবিবুর রহমান মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিবুর রহমান হবি, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক রাসেল আহাম্মেদ, সাধুপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল মুনসুর, কাশিগঞ্জ আশা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব হোসেন, কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজত হোসেন, সাবেক মেম্বার আব্দুল খালেক সরকার, ফারুক আহাম্মেদের বড় ভাই আব্দুল হামিদ প্রমুখ।

ফারুক আহাম্মেদের জীবনচিত্র নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর চ্যানেল আই বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রির্পোটার মোস্তাফা মল্লিক ও ক্যাব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন এম কে বাশারের সহযোগিতায় বিদ্যালয়বিহীন গ্রাম সাধুপাড়ায় এ স্কুলে ৫০জন শিক্ষার্থী নিয়ে এ বছর কার্যক্রম শুরু করে।

(এসআইএম/এএস/জানুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test