E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুষ গ্রহণের সময় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আটক

২০১৭ জানুয়ারি ১৯ ২১:৫৮:৫১
ঘুষ গ্রহণের সময় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা আটক

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা, পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর গভীর রাতে শরীয়তপুর জেলা শহরের রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় তুলি ফার্নিসার, খান এন্টারপ্রাইজ ও আড়িয়ান এন্টার প্রাইজসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয় । এ ঘটনার পর ব্যবসায়ীদের স্বপক্ষে ইনসুরেন্স কোম্পানী থেকে টাকা পাইয়ে দেয়ার প্রতিবেদন দাখিলের নামে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা উপ-সহকারী পরিচালক মজুমদার মোঃ মাহফুজুর রহমান ও তার অফিস সহকারী সাজ্জাদুল ইসলাম ২ লাখ ৪৮ হাজার টাকা ঘুষ দাবী করলে অসহায় ব্যবসায়ীরা তাদেরকে ঘুষ দিতে অপারগতা স্বীকার করেন। কিন্তু ব্যবসায়ীরা নিরুপায় হয়ে পরবর্তীতে তাদেরকে ঘুষ দিতে সম্মত হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীরা জেলা শহরের রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন সুরুচি হোটেলে ঘুষ দিতে যায়। তখন গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার ও ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হকের নেতৃত্বে দুদকের একটি টিম ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পালং মডেল থানায় দন্ডবিধি ১৬১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর অঞ্চলের সহকারী-পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান বলেন, ঘুষ গ্রহণের সময় দুর্ণীতি দমন কমিশনের কর্মকর্তারা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে হাতে নাতে ধরে ফেলে। এর প্রেক্ষিতে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, ব্যবসায়ীদের স্বপক্ষে ইনসুরেন্স কোম্পানী থেকে টাকা পাইয়ে দেয়ার প্রতিবেদন দাখিলের নাম করে ফায়ার সাভির্সের দুই কর্মকতা ঘুষ দাবি করে। ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীরা ২৫ হাজার টাকা ঘুষ দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। এ ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(কেএনআই/এএস/জানুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test