E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন আর নেই

২০১৭ জানুয়ারি ২৭ ১৭:৫৩:৪২
আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন আর নেই

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখা উপজেলা বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মোঃ সেলিম উদ্দিন (৪৮) আর নেই। বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আজ শুক্রবার সকালে মোঃ সেলিম উদ্দিনের লাশ তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের সৎপুর গ্রামে এসে পৌছলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্ঠি হয়। তাকে একনজর দেখতে এলাকার শিক্ষক- শিক্ষার্থী সহ দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুম্মা সৎপুর শাহী ঈদগাহ মাঠে মোঃ সেলিম উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের অংশ্রগ্রহনে জানাজার নামাজের পূর্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুবের আহমদের পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একে এম হেলাল, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী , প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর রহমান, শহীদুল ইসলাম শিমুল, আব্দুল লতিফ, আব্দুল আহাদ, গিয়াস উদ্দিন শিক্ষক, ফয়েজ আহমদ, রেহান আহমদ, ফারুক আহমদ প্রমুখ।

কর্মময় জীবনের উপর আলোচনা চলাকালীন সময়ে মুঠোফোনে জাতীয় সংসদের হুইপ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন এমপি জানাজায় অংশগ্রহণরত মুসল্লীদের উদ্দেশে বক্তব্যে মরহুম সেলিম উদ্দিনকে আওয়ামলীগের নিবেদিত কর্মী ও মানুষ গড়ার সুদক্ষ কারিগর উল্লেখ করে বলেন আপনার হারালেন এলাকার নিবেদিত তরুন সমাজকর্মীকে আর আমি হারালাম বঙ্গবন্ধুর একজন নিষ্ঠাবান পরিক্ষিত সৈনিককে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোক প্রকাশ :
বড়লেখা উপজেলা বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মোঃ সেলিম উদ্দিনের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন এক শোক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এছাড়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ একে এম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী , জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর রহমান ও শহীদুল ইসলাম শিমুল, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, ঢাকার উৎস প্রকাশনীর স্বত্তাধিকারী মোস্তফা সেলিম, বড়লেখা প্রেসক্লাব সম্পাদক ও এপিপি এডভোকেট গোপাল দত্ত বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র তাজ উদ্দিন, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, সাংবাদিক লিটন শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক আব্দুল গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়েদে আজম সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বিবৃতি দিয়েছেন।

(এলএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test