E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাখো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো সাগরদাঁড়ির মধুমেলা

২০১৭ জানুয়ারি ২৮ ১৮:২৬:৪৭
লাখো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো সাগরদাঁড়ির মধুমেলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : লাখো প্রাণের উচ্ছ্বাসে গতকাল শুক্রবার শেষ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব সপ্তাহব্যাপী মধুমেলা। শুক্রবার সন্ধ্যায় মধুসূদন জন্মোৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন ও মেলার সমাপ্তি ঘোষণা করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রসাশনের আয়োজনে কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ী গ্রামে গত ২১ জানুয়ারি ওই মেলা শুরু হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে “মধুসূদন ও মেঘনাদবধ কাব্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের প্রাক্তন অধ্যাপক অসিত বরণ ঘোষ। আরেঅচনায় অংশ নেন যশোর সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ তোতা, শিক্ষাবিদ ও গবেষক ড. সন্দীপক মল্লিক, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভার আগে ও পরে কেশবপুর ও যশোরের বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উল্লেখ্য সপ্তাহব্যাপী মধুমেলায় প্রতিদিন সকাল থেকে অধিক রাত পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ শিশু মেলার মাঠে মধুমঞ্চে মন্ত্রী, এমপি ও দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যাত্রা, সার্কাস, যাদু প্রদর্শনী দেখে এবং ট্রেন ও নাগরদোলায় চড়ে সময় কাটিয়েছেন।

(এমএইচ/এএস/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test