E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজশাহীতে বিপুল জিহাদি বইসহ দুই শিবিরকর্মী আটক

২০১৭ জানুয়ারি ২৯ ১৯:১০:৩৪
রাজশাহীতে বিপুল জিহাদি বইসহ দুই শিবিরকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালের পেছনের কাঁচাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের গোপন আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, সিডি ও ব্যানার জব্দ করেছে পুলিশ। আটক কর্মীরা হলো মনিরুল ও রাসেল। এর রাজশাহী নগরীর বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, একটি বাড়ি ভাড়া নিয়ে ইসলামী ছাত্রশিবির গোপনে তাদের আস্তানা বানায়। এরপর সেখান থেকে রাজশাহী নগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার বিকেলে মহানগর পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান শুরু করে। এরপর ওই বাড়ির তিনটি ঘরে রক্ষিত শিবিরের বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের লিফলেট, ক্যালেন্ডার, ব্যানার ও সিডি জব্দ করে।

এটি তাদের গোপন কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সিনিয়র সহকারী কমিশনার আরো বলেন, বাড়ির মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। এর সঙ্গে যদি বাড়ির মালিক সম্পৃক্ত থাকেন তবে তাকেও আটক করা হবে। তবে পুলিশ ওই বাড়িতে হানা দেওয়ার পর থেকে মালিক লাপাত্তা রয়েছে। আর তদন্তের স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে।

মহানগর পুরিশের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অজ্ঞাতদের আনাগোনা ছিল। দুপুরে ভ্যানে করে কিছু কাগজপত্র অন্যত্র নেওয়ার সময় ভ্যানটি উল্টে গেলে কাগজপত্রগুলো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

এ সময় স্থানীয়দের নজরে আসে কাগজপত্রগুলো ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। খবরের ভিত্তিতে মহানগর পুলিশের বিশেষ একটি টিম ওই বাড়িটি ঘেরাও করে অভিযান শুরু করে।

(ওএস/অ/জানুয়ারি ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test