E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে গুলি বর্ষণের ঘটনায় মামলা দায়ের, আটক ২

২০১৪ জুন ১৬ ১৮:৩৪:৩৪
লালপুরে গুলি বর্ষণের ঘটনায় মামলা দায়ের, আটক ২

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে শিশুদের ফুটবল খেলার অনুষ্ঠানে গুলিবর্ষণ ও সজিব নামে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই আরব আলী (৩৮) ও আকতার (৫৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরব আলী কেশবপুর গ্রামের লাল চাঁদের ছেলে এবং আকতার একই গ্রামের কাশেমের ছেলে। এর আগে গুলিবিদ্ধ সজিবের বাবা সবদিন আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রোববার লালপুর উপজেলার কেশবপুর গ্রামে অনুষ্ঠিত শিশুদের ফুটবল প্রতিযোগীয় গোপালপুর পৌর যুবলীগ সহ সভাপতি স্বপনকে প্রধান অতিথি না করায় সে ক্ষুদ্ধ হয়ে ওঠে। খেলা শুরুর আগে সে ও তার লোকজন খেলার মাঠে গিয়ে খেলা বন্ধ করে দেয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গাপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি মাঠে উপস্থিত হওয়া মাত্রই গুলি বর্ষন করা হয়। এ সময় দর্শক সারিতে বসা কেশবপুর গ্রামের সাবদিন আলীর ছেলেকেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সজিব (১০) গুলিবিদ্ধ হয়। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার বাম হাত ও বুকে গুলি লাগে।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, এঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটককৃতরা মামলার এজাহারভুক্ত আসামী।
(এমআর/এএস/জুন ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test