E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

২০১৪ জুন ১৬ ১৮:৪৪:৫৭
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা সহ মোহাম্মদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২) সদস্যরা। এ সময় ইয়াবা ব্যবসায়ীর হামলায় বিজিবির ২ সদস্য আহত হয়েছে।

আহতরা হলেন, বিজিবি ৪২ এর হাবিলদার মো. আব্দুল মজিদ ও সিপাহী ইউসুফ আলী মণ্ডল। তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর ৫ টার দিকে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. আব্দুল মজিদ এর নেতৃত্বে টহল দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকায় এ অভিযান চালায়।

আটক মোহাম্মদ আলম টেকনাফের কাইকখালী পাড়ার সৈয়দ হোসেনের পুত্র।

বিজিবি’র টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত সৌম্য জানিয়েছেন, ২৯ হাজার ৬৯৮ ইয়াবা এ যুবককে আটক করা হয়। এসময় চোরাকারবারীরা আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চোরাকারবারীদের কিরিজের আঘাতে আটক যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং দুইজন বিজিবি‘র সদস্যও আহত হয়।

তিনি জানান, এ ঘটনায় অন্যান্য চোরাকারবারীদেরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এব্যাপারে আটক যুবকসহ অজ্ঞাতদের পলাতক আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
(টিটি/এএস/জুন ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test