E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ৩টি পুকুরে বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার ক্ষতি

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ১৬:০৮:২৪
গোবিন্দগঞ্জে ৩টি পুকুরে বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের এনায়েত পুর গ্রামের দুখু-সুখু পারে ৩টি পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগ করে ৩০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, উপজেলার এনায়েত পুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলহাজ্ব লুৎফর রহমানের লিজ নেয়া দুখু-সুখু পারের ৩টি পুকুরে গতকাল ভোর রাতে পাহারা দারদের চোখ ফাঁকি দিয়ে তরল জাতীয় বিষ প্রয়োগ করলে দুপুরের মধ্য সমস্ত মাছ মরে ভেসে উঠে।

এতে তার প্রায় বিভিন্ন কাপ জাতীয় মাছ মরে পচে ৩০লাখ টাকার ক্ষতি সাধিত হয়। মৎস্যচাষী আলহাজ্ব লুৎফর রহমান কান্না বিজড়িত কন্ঠে বলেন,আমার সব শেষে।কিছু দিন পর মাছ তুলে পুকুর লিজ ও দেনা পরিষদের স্বপ্ন ছিল, দুর্বৃত্তরা এতটাই নির্মম পাষান্ড হবে ভাবতেও পারিনি।

এলাকাবাসী জানায়, কিছু দিন পর সরকারি এই পুকুর গুলির লিজ দেয়া হবে। আর এই লিজে যেন লুৎফর হাজী আর পুকুর না নিতে পারে এ জন্য আর্থিক ও মানসিক ভাবে সর্বশান্ত করতে এভাবে এ ক্ষতি সাধন করা হয়েছে তার।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী তার পুকুরগুলির বিষ প্রয়োগে মাছ নিধনকারী দুর্বৃত্তদের উপযুক্ত বিচার ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীকে সরকারী সহায়তা দিতে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে রির্পোট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় মামালা দায়েরের প্রস্তুতি চলছিল।

(এসআইআর/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test