E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৫ ১৭:০২:৩৯
সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচার দাবীতে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : সাংবাদিক শিমুল হত্যাকারিদের বিচারের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শরীয়তপুরে কর্মরত সাংবাদিকেরা। রবিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপৃুর প্রেসক্লাবের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার দৈনিক সমকাল শাহজাদপুর উপজেলা প্রতিনিধি হাকিম শিমুল শাহজাদপুর পৌার মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত লাইসেন্সকৃত শর্টগানের গুলীতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার ঢাকা নেয়ার পথে মারা যায়।

সাংবাদিক শিমুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেয়ার দাবীতে আজ শরীয়তপুর প্রেস ক্লাবের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শরীয়তপুরের জ্যেষ্ঠ সংবাদ কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভি প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদার, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, এস এ টিভি ও যুগান্তর প্রতিনিধি কেএম রায়হান কবীর, একুশে টিভি প্রতিনিধি আবুল বাশার , এনটিভি ও কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, নয়াদিগন্ত প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী, বাংলাভিশন প্রতিনিধি শহিদুজ্জামান খান, চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবুর রহমান, ডিবিসি টিভি প্রতিনিধি বিএম ইসরাফিল, আনন্দ বাজার প্রতিনিধি এম এ ওয়াদুদ মিয়া, মাছরাঙ্গা প্রতিনিধি মোঃ কবীর হোসেন, ভোরের পাতা ব্যুরো চীফ জামাল মল্লিক, আমাদের সময় প্রতিনিধি রোমান আকন্দ,দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, হুংকার প্রতিনিধি সৈকত দত্ত, ভোরের কাগজ নড়িয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম, সংবাদ প্রতিদিন প্রতিনিধি বেলাল হোসেন, ্ক্র্ইাম ভিশনও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নাছির আহম্মেদ আলী, জাগো নিউজ প্রতিনিধি সগীর হোসেন, অনলাইন পরিবর্তন ডটকম প্রতিনিধি আতিকুর রহমান রাসেল, এডভোকেট মনিরুজ্জামান দিপু ,এডভোকেট আসাদুজ্জামান জুয়েল, এডভোকেট পারভেজ রহমান জনসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকগন ও আইনজীবীবৃন্দ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

একই সময়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহিদুল ইসলাম পাইলটের নেতৃত্বেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

(কেএনআই/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test