E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

২০১৭ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৭:০৩
বাগেরহাটে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

বাগেরহাট প্রতিনিধি  :বাগেরহাটের রামপাল দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিব মাওলানা ওলিয়ার রহমানের বিরুদ্ধে পরিক্ষার্থী ও অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহান মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলার খেজুরমহল তছিরিয়া রশিদিয়া আলীম মাদ্রাসার ৪ পরীক্ষার্থী ও ওই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আঃ সালাম রামপাল দাখিল পরিক্ষা কেন্দ্র সচিব মাওলানা ওলিয়ার রহমানের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। অভিযোগে বলা হয় ২ ফেব্রুয়ারী দাখিল পরীক্ষায় মোঃ শফিউল্লাহ কাজী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আরীফুল ইসলাম ও মোঃ ইমরান হোসেন রামপাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দেও ১নং কক্ষে পরীক্ষায় অংশ নেয়। ওই পরিক্ষায় পুরাতন ৪ জন পরীক্ষার্থীকে নতুন প্রশ্নে ৩০ মার্কের এমসিকিউ ও ৬০ মার্কের সৃজনশীল পুরাতন প্রশ্নে পরীক্ষা নেয়। এতে তার প্রত্যেকে ১ শত মার্কের পরিবর্তে মোট ৯০ মার্কের পরীক্ষা দিতে বাধ্য হয়। পরীক্ষা চলাকালিন সময় ওই ছাত্ররা কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অবহিত করে সমাধান চান। কেন্দ্র সচিব সমস্যার সমাধান না করে ৯০ মার্কের উত্তর দেওয়া উত্তর পত্রে সীল গালা করে বোর্ডে পাঠিয়ে দেন। এতে ওই ছাত্ররা ১০ মার্কের উত্তর না দিতে পারায় ক্ষতিগ্রস্থ হয়ে প্রতিকারের জন্য কেন্দ্র অধিকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বাগেরহাট বরাবর অভিযোগ করে।

তিনি বিষয়টি তদন্ত কওে অভিযোগ প্রমানিত হওয়ায় রবিবার রামপাল দাখিল পরীক্ষায় কেন্দ্রের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।








(এসএকে/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test