E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাবের মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৪:২০:১২
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাবের মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাসহ সাম্প্রতিককালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার সকালে ঘন্টাব্যাপি দুর্গাপুর প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ব্যাস্ততম সড়ক প্রেসক্লাব মোড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা বলেন, ‘দেশের নানা প্রান্তরে অনিয়ম ও অসঙ্গতিগুলো জনগণ জানতে পারে সাংবাদিকদের মাধ্যমে। কিন্তু বিভিন্ন সময় নির্ভীক সাংবাদিকদের শাসকশ্রেণীর রোষের শিকার হতে দেখা গেছে। যখন সাংবাদিকদের জীবনের নিরাপত্তা থাকে না তখন পুরো দেশের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দ্রুত বিচার দাবি করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল, মোঃ মোহন মিয়া, এস.এম রফিকুল ইসলাম, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার প্রমুখ।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের ছোঁড়া গুলিতে নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় সারাদেশের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করছে।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test