E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক শিমুল হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৪:২৭:২৯
সাংবাদিক শিমুল হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেছেন নেতৃবৃন্দ।

সাংবাদিক বখতিয়ার শিকদারের সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, সমাজতান্ত্রিক দল- বাসদ (মাকর্সবাদী) জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, সামাজিক সংগঠন প্রজন্ম আলোর সভাপতি কামাল হোসেন মাসুদ প্রমুখ।

বক্তারা দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যায় জড়িত পৌর মেয়রের ফাঁসি দাবি করেন। একই সাথে বিভিন্ন সময় সারাদেশে সাংবাদিক হত্যাকারী ও নির্যাতনকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা বিচ্ছিন্নভাবে কাজ করলেও অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধ।

(জেএইচবি/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test