E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৫:০২:৪৫
মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সদর উপজেলার চর বয়রা, চর গোবরা ও গ্রীসনগর গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ এ কর্মসূচী পালন করে।

আজ বৃহস্পতিবার সকালে গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদরের অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে গোপালগঞ্জ শহরের একটি বিক্ষোভ মিছিল বের করে।

পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় আন্দোলনকারীরা জানায়, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর ও তার লোকজন ইজারার নামে অবৈধভাবে বালু কাটছে। এতে বাড়ি ঘর ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তারা দ্রুত বালু কাটা বন্ধসহ দোষীদের শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

(পিএম/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test