E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আন্তর্জাতিক ল্যান্ড কোয়ালিশনের প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত ভূমিহীন গ্রাম পরিদর্শন

২০১৭ ফেব্রুয়ারি ১০ ১৬:৪৪:০৩
আন্তর্জাতিক ল্যান্ড কোয়ালিশনের প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত ভূমিহীন গ্রাম পরিদর্শন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশ্বব্যাপী ভূমি অধিকারে কর্মরত আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) কর্মকর্তা এনড্রিইও ফিওরেনজা ও দক্ষিণ এশিয়ান প্রতিনিধি দেবীআন্তি ভুয়ানা তুংগা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জগন্নাথপুর গ্রামে ভূমিদস্যুদের আক্রমণে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

শুক্রবার দুপুরে এই পরিদর্শনের সময় তারা এখন পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করা গত ৯ জানুয়ারি পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত আদিবাসীসহ ভূমিহীনদের সাথে কথা বলেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিন্নাহ , ঠাকুরগাঁও আঞ্চলিক সমন্বয়কারী এমদাদুল হক ভুট্টুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, ঐ সময় পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে খাসজমিতে বসবাসরত ৪ আদিবাসীসহ ৯ ভূমিহীন পরিবারের টিনের চালা ঘর ভাঙচুর করে খড়ের স্তুপ ও গোয়াল ঘরে আগুন দিয়েছিল দুবৃর্ত্তরা। ৯ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মামলা ও পাল্টা মামলা এবং পরিস্থিতি মোকাবেলায় গ্রামটিতে পুলিশ ব্যারাক স্থাপন করা হলেও এখনো ভূমিহীন পরিবারগুলো অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, দুর্বৃত্তদের কেউ কেউ জামিন পেয়ে আবার ক্ষতিগ্রস্তদের উচ্ছেদ করা ও প্রাণে মেরে ফেলার পরোক্ষ হুমকি দিয়ে যাচ্ছে।

(এফআইআর/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test