E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাউল কল মালিক গ্রুপের সাধারণ সভা

২০১৭ ফেব্রুয়ারি ১১ ১৬:৪৩:৪৫
চাউল কল মালিক গ্রুপের সাধারণ সভা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী চাউল কল মালিক গ্রুপের সাধারণ সভায় ঈশ্বরদীর আট শতাধিক হাসকিং চাউল কলের আধুনিকীকরণের উপর গুরুত্বরোপ করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম ঈশ্বরদীর জয়নগরে শনিবার সংগঠনের সভাপতি ফজলুর রহমান মালিথার সভাপতিত্বে এই সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু।

সভায় বক্তারা বলেন, নানা প্রতিক’লতার মধ্য দিয়ে হাসকিং রাইস মিলের ব্যবসা পরিচালিত হচ্ছে। উন্নয়নের স্বার্থে সংকটাপন্ন এ মূহুর্তে সরকারের নীতি নির্ধারক, মিলার ও চাতালের ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এই সভায় কামনা করা হয়।

বক্তারা বলেন, খাদ্যের মান উন্নয়ন, অপচয় রোধের সরকারের উদ্যোগের বিকল্প নেই। সরকারের খাদ্য গুদামে শতকরা ৮০-৯০ ভাগ চাউল হাসকিং মিল হতে সরবরাহ হয়। দেশের কিছু কিছু অটো এবং মেজর রাইচ মিলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাউল উৎপাদন উন্নত হলেও এই চাউল টিকসই হয় না। বিপুল পুঁজি বিনিয়োগের কারণে হাসকিং মিল প্রতিযোগিতায় এখন টিকতে পারছে না। যে কারণে হাসকিং মিলগুলো আধুনিকীকরণ করা অতীব জরুরী। তানাহলে দেশে ১৮-১৯ হাজার হাসকিং মিল বন্ধ হয়ে যাবে। এজন্য বিএমআর প্রোগ্রামের আলোকে আধুনিক যন্ত্রপাতি সংস্থাপনের জন্য স্বল্প সুদে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও জিআইজেকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জুলমত হায়দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আবদুল আজিজ, সহ-সভাপতি ইমদাদুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম আশরাফ উদ্দিন খান, এজিএম রঞ্জনা কুমার সরকার, আলহাজ্ব শামসুল আলম, মজিবর রহমান মোল্লা, শফিকুল আলম আলোক, আবুল হাসেম, নূরুল ইসলাম মেম্বার, সুলতান মন্ডল, ইসরাইল হোসেন, আনসারুল ইসলাম প্রমুখ।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test