E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ২

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৮:৫১:০০
চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বড়াল নদীর বোঁথড় ঘাটে নির্মাণাধীণ ব্রীজের ঠিকাদারের দায়ের মামলা চাঁদা দাবির মামলায় সোমবার উপজেলা যুবলীগের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতিসহ সাজেদুর রহমান মাস্টার এবং বোঁথড় গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস। পাবনা জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের ছেলে এএসজেডআর (জেভি)’র স্বত্বাধিকারী ঠিকাদার মো. জাহিদুল ইসলাম মিঠু বাদী হয়ে মঙ্গলবার রাতে উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিককে প্রধান আসামী করে নামীয় ৭ এবং অজ্ঞাত ৪ জনকে আসামী করে চাটমোহর থানায় চাঁদা দাবির মামলা দায়ের করা হয়। মামলা নং ৩।

মামলার অন্যান্য আসামীরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, জাসদের উপজেলা সহ-সভাপতি সুজা উদ্দিন বিশ্বাস, শহিদুল ইসলাম বিশ্বাস, শিমুল বিশ্বাস, হারুন ও আসলাম।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল কবির ব্রীজ পরিদর্শনে আসেন। এ সময় চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, শহিদুল ইসলাম বিশ্বাসসহ বোঁথড় গ্রামের আরো কয়েকজন ব্রীজ নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রীজের কাজ করা অভিযোগ করেন।

এসময় ঠিকাদারের ম্যানেজার সাজেদুল ইসলাম ও তার লোকজন ঘটনাটি ভিডিও করছিল। এমন সময় যুবলীগ নেতা আতিকসহ তার সাথে থাকা যুবলীগ সভাপতি সাজেদুর রহমান মাস্টার, শহিদুল বিশ্বাস, জাসদের সহ-সভাপতি নেতা সুজা উদ্দিন বিশ্বাসসহ ৭/৮ জন ম্যানেজার সাজেদুল ইসলামের উপর চড়াও হয়। এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শন (এসআই) আব্দুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাবনা শহরের সিএনজি স্ট্যান্ড থেকে ২জনকে আটক করা হয়।

উল্লেখ্য, পাবনার রাধানগর মহল্লার বাসিন্দা জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম মিঠু’র এএসজেডআর (জেভি) নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান বড়াল নদীর বোঁথড় ঘাটে ৩ কোটি ১০ লাখ ১ হাজার ২১২ টাকা প্রাক্কলিত ব্যায়ে নির্মিত ব্রীজটির কাজ পায় গত বছর। ব্রীজ নির্মাণ কাজের শুরু থেকেই বোঁথড় গ্রামবাসীর সাথে ঠিকাদারসহ তার লোকজনের দ্বন্দ্ব শুরু হয়। ব্রীজ নির্মাণে অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাটের অভিযোগ এনে বোঁথড় গ্রামবাসী দফায় দফায় মিছিল, সভা এবং সাংবাদিক সম্মেলন করে বোঁথড়ের প্রতিবাদী জনতা।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test