E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৬:৫৫:৪৪
বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। এই দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে ও পূর্ব সুন্দরবন বিভাগ, সুন্দরবন সাংবাদিক ফোরাম ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাগেরহাট প্রেসক্লাব এই সুন্দরবন দিবস পালন করে।

বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত দুই উপজেলা শরণখোলা ও মংলা অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও সুন্দরবন ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দাবিতে ২০০১ সাল থেকে সুন্দরবন সন্নিহিত উপকূলের ৫টি জেলায় এই দিবসটি পালিত হয়ে আসছে।

বাগেরহাটে সুন্দরবন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা.মোজাম্মেল হোসেন এমপি। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, সাংবাদিক ফোরামের আহবায়ক মো. নাসিম আলী, সদস্য সচিব শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, মো. ইয়ামিন আলী, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ সবুর রানা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, শিক্ষক মুজিবুর রহমান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, বাধনের মঞ্জুরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পাশাপাশি দূর্নীতি প্রতিরোধসহ সুন্দরবন ব্যবস্থানায় ঢেলে সাজাবার পাশাপাশি যে কোন মূল্যে সুন্দরবনকে বাঁচিয়ে রাখাতে সকরকারকে আরো কঠোর হবার আহবান জানান। একই সাথে সুন্দরবনের জীববৈচিত্র সুরক্ষায় নির্দিষ্ট কয়েকটি স্থান বাদে বনের অন্য সব স্থানে ইকোট্যুরিজম সম্পূর্ণ বন্ধ করতে বন অধিদপ্তরের প্রতি আহবান জানান।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test