E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে ফুলেল শুভেচ্ছা

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৬:৫৮:৫১
বিশ্ব ভালবাসা দিবসে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে ফুলেল শুভেচ্ছা

নওগাঁ প্রতিনিধি : “ভালবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা আছি আপনাদের পাশে সব সময়” এই শ্লোগানে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে ডিজিটাল এ্যাওয়ার্ড প্রাপ্ত দেশসেরা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম মঙ্গলবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড়, পুলিশ লাইন্স মেইন গেটের সামনে ও শহরের বিভিন্ন স্থানে সকাল জেলার সর্বস্তরের মানুষকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপনসহ তাদের সঙ্গে কুশালাদি বিনিময় করেন।

এরপর পুলিশ সুপার জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, মোঃ আরিফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম নাসিম রেজা, সিভিল সার্জনসহ সকল অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারি জজ, সহকারি জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারি কমিশনার’গণকে ভালাবাসা দিবসে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া পুলিশ সুপার কার্যালয়ে একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি সরকার বিশ্বজিৎ মনি এবং পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সকে ভালাবাসা দিবসে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডিএসবি ফারজানা হোসেন, ডিআইও-১ মোঃ মোসলেম উদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ওসি, ডিবি মোঃ জাকিরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পুলিশের এহেন ব্যতিক্রমী উদ্যোগ জেলার সর্বস্তরের মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test