E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ামতপুরে রাতের অন্ধকারে দোকান ঘর ভাংচুর

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৮:২৯:৪২
নিয়ামতপুরে রাতের অন্ধকারে দোকান ঘর ভাংচুর

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দোকানঘর ভাংচুর করেছে। সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার চন্দননগর ইউপির ছাতড়া বাজারের গরু হাটের পশ্চিম পার্শে চন্দননগর ইউপির সন্তোষপাড়ার আব্দুল হামিদ হাসানের নির্মিত দোকানঘর ভাংচুর করা হয়। ছাতড়া বাজারের মৃত মহেশ সরদারের ছেলে সোহরাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই দোকানঘর ভাংচুর করে বলে অভিযোগ করা হয়।

দোকানের মালিক আব্দুল হামিদ জানান, আমি ছাতড়া মৌজার আরএস খতিয়ান ২২১ এর ৮২৬ দাগে ০.০৬৮৫ শতাংশ জমি গত ২০ আগষ্ট ২০১৪ তারিখে মূল মালিক কছির উদ্দিন কবিরাজের স্ত্রী দিলরুবা, ছেলে সামসুল আলম, মেয়ে রশিদা বেগম, রাবেয়া বেগম, রওশন আরা এবং জাহানারার কাছ থেকে কিনে নেই। এর পর থেকে আমি এতদিন ভোগ দখল করে আসছি। কিছুদিন পূর্বে উক্ত জমিতে একটি দোকানঘর নির্মান করি। কিন্তু ছাতড়া বাজারের মৃত মহেশ সরদারের ছেলে সোহরাবও ক্রয়সূত্রে মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ামতপুর থানায় নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হই। অবশেষে সোমবার রাতে সোহরাব ও তার দলবল রাতের অন্ধকারে আমার নির্মিত দোকানঘর ভাংচুর করে সমস্ত কিছু লুট করে নিয়ে যায়।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test