E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ নিহত ১

২০১৪ জুন ১৭ ১৩:০৪:২৭
সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ নিহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে পিসরেট বৃদ্ধিসহ বকেয়া পাওয়ানা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকদের মারধরে এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত কর্মচারীর নাম স্বপন।

জানা যায়, তিনি সাভারের গেণ্ডা এলাকার অবস্থিত ডাইনামিক (ঢাকা) সোয়েটার কারখানার স্যাম্পলম্যান ছিলেন। মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিসরেট বৃদ্ধিসহ বকেয়া পাওয়ানা পরিশোধের দাবিতে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে সোয়েটার কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকেরা কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠে। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে।

এক পর্যায়ে শ্রমিকেরা একত্রিত হয়ে প্রথমে স্থানীয় বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ইমুর বাড়িতে অবস্থান নেয় এবং পরে বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাড়ির সামনে অবস্থান নেন।
শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, এর আগে উত্তেজিত শ্রমিকেরা স্যাম্পলম্যান স্বপনকে মারধর করলে গুরুতর অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে তার মৃত্যু হয় । লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

(ওস/জেএ/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test