E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৬:০৪:৩১
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুঙ্গীপুর-রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শহিদুল ইসলাম। বৃহস্পতিবার  সকাল সোয়া ৯ টার দিকে নিজ বাসা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত শিক্ষক শহিদুল ইসলামের বাড়ি পৌর এলাকার ঘাটান্দী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জুঙ্গীপুর-রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বৃহস্পবিার সকাল সোয়া ৯ টার দিকে সিএনজি চালিত অটোরিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন। এসময় তাদের অটো রিকশাটি ভূঞাপুর-গোবিন্দগাসী সড়কের ছাব্বিশা নাম স্থানে পৌছলে অপর একটি অটো রিকশাকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। দীর্ঘ ২০ বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতার পেশোয় ছিলেন শিক্ষক শহিদুল ইসলাম।

এদিকে শিক্ষক শহিদুলের মৃত্যুর খবর জুঙ্গীপুর-রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে সেখানে এক হৃদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করা হয়। শিক্ষক শহিদুলের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার মো.শাহিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, শিক্ষক সমিতির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক মহি উদ্দিন ও সাবেক সাধারন সম্পাদক গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীসহ বিভিন্ন পেশার লোকজন গভীর শোক প্রকাশ করেছেন।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test