E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাকঘরের কার্যক্রম

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৬:২৪:২২
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাকঘরের কার্যক্রম

নওগাঁ প্রতিনিধি : ডাক বিভাগের উদাসীনতা, পোষ্ট মাষ্টার, পিয়ন রানারদের দায়িত্ব পালনে গাফিলতির কারনে নওগাঁর আত্রাই উপজেলার প্রধান ডাকঘরসহ ২৮ টি সাব ডাকঘর গুলোর বেহাল দশা সৃষ্টি হয়েছে। উপজেলার বেশির ভাগ ডাকঘরের দেয়ালগুলোতে বড় বড় ফাটল। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

কুরিয়ার সার্ভিস, ই-মেইল আর মোবাইল যুগের প্রতিযোগীতায় সরকারি সেবামূলক প্রতিষ্ঠান ডাক বিভাগের এই ডাকঘরগুলো অবস্থাদৃষ্টে প্রায় অচল হয়ে পড়েছে। ফলে প্রতি বছর বিপুল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এসব ডাকঘরের বেহাল দশার কারণে বড় বড় অফিস আদালত থেকে শুরু করে সাধারণ মানুষও বিপাকে পরেছে। কালের বিবর্তনে ডাকবাক্সের গুরুত্ব এভাবে কমে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সেটির আর যত্ন নেয় না।

আত্রাই উপজেলার প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, প্রধান ডাঘকরসহ উপজেলায় মোট ২৮টি সাব-ডাকঘর রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বেশির ভাগ ডাকঘর গুলোর কার্যক্রম বন্ধ প্রায়। বেশির ভাগ ডাকঘর গুলোতে পিয়ন, পোষ্ট মাষ্টার, রানার নেই বললেই চলে। আবার, কিছু ডাকঘরে নিয়ম মাফিক লোক নিয়োগ থাকলেও ডাকঘরের পিয়ন, পোষ্ট মাষ্টার বা রানার একাই সব দ্বায়িত্ব পালন করে আসছেন। এতে জন সাধারণকে ডাক বিভাগের সেবা থেকে বঞ্ছিত হতে হচ্ছে। বিশেষ করে সরকারি ভাবে পাঠানো চাকুরির জন্য ইন্টারভিউ কার্ড যথা সময়ে প্রার্থীদের হাতে না পৌঁছার কারনে তারা চাকুরির সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ছে।

এ দিকে উপজেলা ডাকঘর গুলোর কার্যক্রম এতই ধীরগতি সম্পন্ন যে, উপজেলার ডাকঘর কোথায় অবস্থিত বা এর পিয়ন, পোষ্ট মাষ্টার, রানার কে তা জানে না সাধারণ মানুষ। বেশির ভাগ ডাকঘরের নির্দিষ্ট কোন অফিস নেই। অনেক ডাকঘর কোন দোকান ঘরে, কোন শিক্ষা প্রতিষ্ঠানের অফিসের বারান্দায়, কোন পরিত্যক্ত রাজবাড়ি বা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সংলগ্ন কোন জীর্ণ কক্ষে ডাকঘরের কার্যক্রম চালানো হচ্ছে জোড়াতালি দিয়ে।

এ ব্যাপারে উপজেলার রঘুরামপুর ডাকঘরের পোষ্ট মাষ্টার মোঃ বারিক জানান, আমি দীর্ঘ দিন যাবৎ এ ডাকঘরে কর্মরত আছি। এ ডাকঘরের কার্যক্রম আমাদের খুব কষ্টের মাঝে করতে হয়। বিশেষ করে বর্ষাকালে এ ডাকঘরের ছাউনি ভেদ করে ঘরে পানি পড়ে। তিনি আরো বলেন, একাধিকবার ভবনের এ দুর্দশার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেও অদ্যাবধি কোন সুফল মেলেনি।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test