E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সাইকেল শোভাযাত্রা

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৬:৩০:০৯
বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সাইকেল শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি : একুশে পরিষদ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভাষা সংগ্রামীদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে ডিজিটাল এ্যাওয়ার্ড প্রাপ্ত দেশসেরা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে বিশাল ও বর্ণাঢ্য “সাইকেল শোভাযাত্রা” উদ্বোধন করেন।

তিনি ‘সাইকেল শোভাযাত্রা’ উদ্বোধনকালে নওগাঁ জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীদের বাংলাভাষার মর্যাদা অক্ষুন্ন রাখতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন। রাষ্ট্রের সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করণের দাবিসহ মহান ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জেলা একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে পুলিশ লাইন থেকে কেডি স্কুল পর্যন্ত “সাইকেল শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়। দেশের দু’বারের প্রথম এভারেস্ট জয়ী এম এ মুহিত এবং দেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার এই সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে কর্মসূচীকে আকর্ষনীয় করে তোলেন। শোভযাত্রা শেষে কেডি স্কুল শহীদ মিনারের পাদদেশে একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মোঃ আমানুল হক, এভারেষ্ট জয়ী মুহিত ও নিশাত মজুমদারকে সংবর্ধনা জানানো হয়। এ সময় একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, এভারেস্ট জয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার, সদর থানার ওসি মোঃ তোরিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test