E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে নিখোঁজ শিশু চাটমোহরে উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৪:৫০:৪০
চট্টগ্রামে নিখোঁজ শিশু চাটমোহরে উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চট্টগ্রাম থেকে হারিয়ে যাওয়ার ১৮ দিন পর অবশেষে বাবা’র কোলে ফিরলো ছয় বছর বয়সী শিশু কেফায়েত। পাবনার চাটমোহর থানা পুলিশ শুক্রবার বিকেলে শিশুটির বাবা চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার দরিদ্র ভ্যান চালক শাহ আলমের হাতে তুলে দেন। ১৮ দিন পর বাবাকে দেখে কেফায়েত জড়িয়ে ধরেন তার বাবাকে।

এ সময় চাটমোহর থানায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাবা-ছেলের আলিঙ্গনের সময় চাটমোহর থানার পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে রাতেই কেফায়েতকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তার পিতা শাহ আলম।

এর আগে গত ৩১ জানুয়ারি মঙ্গলবার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া এলাকার ঈশ্বরদী-ঢাকা রেললাইনের ধারে ঘোরাফেরা করার সময় শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে কেফায়েত তার ঠিকানা বলতে না পারায় এলাকাবাসী চাটমোহর থানায় নিয়ে আসে। পরে চাটমোহর পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ওই এলাকার জনৈক হারুনের জিম্মায় দেয়। অপরদিকে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়। অবশেষে খোঁজ পেয়ে চট্টগ্রাম কোতয়ালী থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে চাটমোহর থানাকে অবহিত করে।

শিশুটির পিতা শাহ আলম জানান, গত ৩০ জানুয়ারী শনিবার কেফায়েত ও তার বড় ছেলে হেদায়েত চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার বটতলা রেল ষ্টেশনের উপর খেলাধূলা করছিলো। এ সময় একটি চলন্ত ট্রেনে ওঠে দুই ভাই। পরে বড় হেদায়েত ময়মনসিংহ ষ্টেশনে নেমে যায় এবং ময়মনসিংহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়। তবে কেফায়েত ট্রেনে চড়ে পথ হারিয়ে চাটমোহর রেল ষ্টেশনে এসে নামে। এ ঘটনায় চট্টগ্রাম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং-৯১০।

চাটমোহর থানার উপ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, প্রতিটি বাবা-মা’র কাছে তার সন্তান শ্রেষ্ঠ সম্পদ। আমরা শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বাবা’র জিম্মায় দিয়েছি। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test