E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে সাংবাদিক রফিকুল আনোয়ারকে নাগরিক সংবর্ধনা

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৭:৩৬:৩৭
নোয়াখালীতে সাংবাদিক রফিকুল আনোয়ারকে নাগরিক সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃত দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রফিকুল আনোয়ারকে কোলকাতায় সৃজন বার্তা মৈত্রী সম্মাননা পদক লাভ করায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়। রবিবার সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কোম্পানিগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও নোয়াখারী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, বিশেষ অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইস্কানদার হায়দার চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, স্বাধীনতার ব্যাংকার্স সদস্য ফখরুল ইসলাম রাহাত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, সাপ্তাহিক আমাদের নোয়াখালীর সম্পাদক গিয়াস উদ্দিন রনি ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। পরে সাংবাদিক রফিকুল আনোয়ারকে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও নোয়াখালীর বেশ কিছু প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ক থেকে ক্রেষ্ট প্রদান করেন- সুভাষ চন্দ্র, সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, গিয়াস উদ্দিন রনি। সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের পক্ক থেকে ক্রেষ্ট প্রদান করেন- মিলিনিয়াম টিভি, সময়ের কণ্ঠস্বর, নোয়াখালী প্রতিদিন, নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন (সুমন) ও কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এম মঞ্জুরুল আলম। বক্তারা রফিকুল আনোয়ারে দুলর্ভময় জীবন এবং মাদকের বিরোদ্ধে স্বোচ্ছার অবস্থান, দুর্নীতিরোধে সাহসী প্রতিবেদন সহ সাংবাদিকতায় নোয়াখালীর মুখ উজ্জ্বল করায় ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যে এই ধারাবাহিকতা ধরে রাখার অনুরোধ জানান।

সাংবাদিক রফিকুল আনোয়ার তার বক্তব্যে বলেন, সাংবাদিকরাই হল একটি দেশের মূল খুঁটি। নিজের জীবন বাজি রেখে যে সকল সাংবাদিক সংবাদ প্রকাশের মাধ্যমে সারা বিশ্বে প্রকৃত ঘটনা তুলে ধরেছেন তারাই দেশের উন্নয়ন সংস্কৃতির ব্যাপক উন্নয়ন রাখছেন। সাংবাদিকদের এক হয়ে কাজ করা, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ, জঙ্গিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সকল কর্মরত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মেয়রের গুলিতে নিহত সমকাল সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত বিচারের দাবি ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে নোয়াখালীবাসীর প্রাণের দাবি, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। । অন্যান্যদের উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিঘান, সাংবাদিক নূর উদ্দিন, মুরাদসহ প্রমুখ।

(এমআইইউ/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test