E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই উপজেলা চত্ত্বরে সুযোগ থাকা সত্বেও শহীদ মিনার নির্মাণ করা হয়নি

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৫:৩৮:১৯
ধামরাই উপজেলা চত্ত্বরে সুযোগ থাকা সত্বেও শহীদ মিনার নির্মাণ করা হয়নি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : সুদীর্ঘ ৪৬ বছর পেরিয়ে গেলেও আজো ধামরাই উপজেলা চত্তরে সুযোগ থাকা সত্বেও একটি শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে প্রতি বছর একুশে ফেব্রুয়ারীতে পুস্পস্তবক অর্পণ করতে প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মকর্তা এমপিসহ সকলেই ফুল দিয়ে আসেন হয় উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে অথবা ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

অথচ উপজেলা চত্তরে একটি বৃহত মুক্ত মঞ্চ রয়েছে তার পেছনে সুন্দর ভাবে একটি শহীদ মিনার স্থাপন করা সহজেই সম্ভব বলে পরিবেশ আছে।

এ বিষয়ে ধামরাইয়ের সাংবাদিক দীপক চন্দ্র পাল বিভিন্ন সময়ে উপজেলা মিটিংয়ে উপস্থাপন করেছেন। সিদান্তও হয়েছে তবে আজো তা বাস্তবায়ন না হওয়ায় এবার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে এ দাবি জানানো হলেও প্রশাসনিক ভাবে কোন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন পদক্ষেপ নিতে পারেননি।

প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলেই বিভিন্ন মিটিংয়ে এ এসক্রান্ত আলোচনা তুলে ধরা হয়েছে । কখনো কেউ বলেছেন প্রযোজনীয় পদক্ষেপ নিবেন বলে। বাস্তবে সময় পার হলেই সবাই যেন একে বারেই ভুলে যান । ধামরাই উপজেলা চত্তরে একটি শহীদ মিনার স্থাপন জরুরী।

এ ব্যাপারে সদ্য যোগদানকারী ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন শিহীদ মিনার নির্মানের বিষয়ে আলোচনা হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন অবশ্যই শহীদ মিনার নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেন।

(ডিসিপি/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test