E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ মাসেও উদঘাটিত হয়নি নেত্রকোনার আজুহান হত্যার রহস্য

২০১৪ জুন ১৭ ১৬:১৪:৪১
৩ মাসেও উদঘাটিত হয়নি নেত্রকোনার আজুহান হত্যার রহস্য

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র আজুহান হত্যা মামলার রহস্য ৩মাস অতিবাহিত হলেও উদঘাটন করতে পারেনি পুলিশ।

সরেজমিনে গিয়ে জানাযায়, গত ১২মার্চ আজুহান হত্যার পর প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায় বিচারের প্রত্যাশায় আজুহানের বিধবা মা হাজেরা খাতুন কলমাকান্দা থানায় গিয়ে পরদিন তাঁর ছেলে হত্যার মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিলে আজুহানের মা ন্যায় বিচারের আশায় নেত্রকোনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এদিকে মা হাজেরা খাতুন এর মামলা না নিয়ে আজুহান এর স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে গত ০২/০৪/১৪ইং তারিখে কোন আসামী ছাড়াই একটি মামলা দায়ের করেন। পরবর্তিতে পুলিশ সুপার মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করলেও এ পর্যন্ত উদঘাটন হয়নি হত্যার কোন রহস্য। নেত্রকোনার বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কলমাকান্দা থানা পুলিশকে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন। এলাকায় গুঞ্জন রয়েছে, আজুহান হত্যার ঘটনায়, স্ত্রী জহুরা খাতুন, বিল্লাল মিয়া, মঞ্জু মড়ল, খোদেজা খাতুন ও কুদ্দুস আলীর সম্পৃক্ততা রয়েছে। এদিকে মদ্যপ মঞ্জু মড়ল এলাকায় নিরিহ মানুষ ও আদিবাসীদের জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। তাই মদ্যপ মঞ্জু মড়লের ভয়ে সাধারণ মানুষ আজুহান হত্যা রহস্যের কথা জানা থাকলেও মুখ খুলতে চাচ্ছেনা। আজুহান যে স্থানে ফাঁস নিয়েছে, তাঁর উচ্চতা নিয়েও এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। হাজেরা খাতুন জানান, আদালতে মামলা দায়েরের এজাহারভুক্ত আসামীরা হাজেরা খাতুন ও তাঁর পরিবারকে প্রতিনিয়তই মামলা তুলে নেয়ার জন্য নানা ধরনের হুমকি দিচ্ছে। হাজেরা খাতুন তাঁর পুত্র হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আ. মোতালেব জানান, আজুহানের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
(এনএস/এএস/জুন ১৭, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test