E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে কলা গাছের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৭:৩৮:৫১
ঈশ্বরগঞ্জে কলা গাছের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঈশ্বরগঞ্জের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করতে পারলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শহীদ মিনারের অভাবে পুস্বপস্তবক অর্পণ করতে পারছেনা।

ঈশ্বরগঞ্জে ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছাড়া বাকীগুলোতে শহীদ মিনার নেই। ভাষা আন্দোলনের ৬৫ বছর পরও বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মান হয়নি শহীদ মিনার। যার ফলে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সম্পর্কে ধারণা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জনাতে পারছে না। আজ উপজেলার কাকন হাটী নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীরা কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করছে । গ্রামীণ জনপদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের প্রয়াসকে এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন।

কাকনহাটী নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার শ্যামা বলে, পাকা শহীদ মিনারের অভাবে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারি না।

চতুর্থ শেণির শিক্ষার্থী মিলন মিয়া বলে, সারা দেশের মতো আমরাও শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করতে চাই। আমাদের দাবি সারা দেশে প্রাথমিক বিদ্যালয় গুলোতে পাকা শহীদ মিনার নির্মাণ করা হোক।

(এনআইএম/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test