E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে ২ দিনব্যাপী লালন স্মরণোৎসব

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৮:০৪:২২
চাটমোহরে ২ দিনব্যাপী লালন স্মরণোৎসব

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়, শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন’ প্রদিপাদ্য নিয়ে চাটমোহর রেলবাজার লালন চর্চা কেন্দ্রের শুরু হয়েছে দুই দিনব্যাপী স্মরণোৎসব।

সোমবার রাত ৮টায় বিপুল উৎসাহ উদ্দীপনার আয়োজনে মধ্য দিকে ১৭তম বাৎসরিক সাধুসঙ্গ ও লালন মেলা।

লালন স্মরণোৎসবের প্রথম দিনে রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম মোজাহারুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, আটঘরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জহুরুল হক, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সোবাহান, সাধারন সম্পাদক সাহেব আলী মাষ্টার, পবিস-১ এর এলাকা পরিচালক মাহাতাব হোসেন, আ’লীগের নেতাএ,কে,এম শরীফ উল্লাহ সাচ্চু, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস রেজা, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব আলী প্রমুখ।

অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন শিল্পী চাঁদনী, বিশু উস্তাদ, জসিম উদ্দিন, মোহন শাহ, আসমানী, মুন্নী, চাটমোহরের আকাশ বাউলসহ স্থানীয় শিল্পীরা গভীর রাত পর্যন্ত লালন সংগীত পরিবেশন করেন।

লালন স্মরণোৎসবের সার্বিক তত্বাবধান ও পরিচালনায় ছিলেন, লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক হাফিজ। উপস্থাপনায় ছিলেন চেতন গুরু।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test