E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাদের খানের পরিকল্পনায় লিটন খুন: ডিআইজি

 

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১১:৫৫:২৭
কাদের খানের পরিকল্পনায় লিটন খুন: ডিআইজি
 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

সাবেক এমপি আব্দুল কাদের খানকে তার বগুড়ার বাড়ি থেকে গ্রেপ্তারের পরদিন বুধবার সকাল ১০টার দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিআইজি বলেন, ডা. কাদেরেরনির্দেশে চার যুবক এমপি লিটন হত্যাকাণ্ডে অংশ নেন। তারা হলেন শাহীন, মেহেদী, হান্নান ও রানা। এদের মধ্যে গ্রেপ্তার শাহীন, মেহেদী ও হান্নান মঙ্গলবার রাত ৯টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক ময়নুল হাসান ইউসুফ তাদের জবানবন্দি গ্রহণ করেন।

তিনি আরও বলেন, ‘ওই চার যুবক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়। ডা. কাদের তাদের অর্থের প্রলোভন দেখান। ডা. কাদের তাদের বলেন, এমপি লিটনের মৃত্যুর পর তিনি এমপি হবেন। ফলে ওই চার যুবকের কোনো অভাব থাকবে না। সম্প্রতি একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে এমপি লিটনের হত্যাকারীদের শনাক্ত-গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর যুবক রানা পুলিশের নজরদারিতে রয়েছেন। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে বাড়িতে ঢুকে এমপি মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালেরডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test