E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুরে শিক্ষা ২০৩০ সালের লক্ষ্য অর্জনে মতবিনিময় সভা

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৭:২৪:২৯
শেরপুরে শিক্ষা ২০৩০ সালের লক্ষ্য অর্জনে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে অন্যান্য লক্ষ্যমাত্রার পাশপাশি শিক্ষা সংক্রান্ত লক্ষ্য ও উদ্দেশ্য কিভাবে অর্জন করা যায় সে বিষয়ে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণস্বাক্ষরতা অভিযান এবং দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. নাজমুল হক এ সংক্রান্ত মুলপ্রবন্ধ উপস্থাপন করেন। এতে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক বিশেষ অতিথি ছিলেন।

প্রবন্ধে অধ্যাপক মো. নাজমুল হক বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষা ২০৩০ অর্জনে আমাদের সীমিত সম্পদ দিয়ে জাতীয় নীতি ও পরিকল্পনার সাথে সমন্বয় করে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্জিত অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য তিনি শিক্ষা ২০৩০ অর্জনে লক্ষ্য ও টার্গেট বাস্তবায়নের জন্য স্থানীয় সম্পদ চিহ্নিতকরণ এবং তা অর্জনের সম্ভাবনা ও ঝুঁকি যাচাই, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এবং মনিটরিং প্রক্রিয়া নির্দেশ ও নাগরিক সমাজের ভুমিকা নির্ধারণ নিয়ে আলোচনার আহ্বান জানান। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষা-২০৩০ লক্ষ্য অর্জনের জন্য করনীয় বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে দরিদ্র সমাজ উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, সমাজকর্মী সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল, অভিভাবক নূর মোহাম্মদ, আদিবাসী নেতা নীলিপ দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।

এ মতবিনিময় সভায় শিক্ষা বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test