E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ ডায়াবেটিক সমিতিতে মেডিক্যাল ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৭:০৮:১১
নওগাঁ ডায়াবেটিক সমিতিতে মেডিক্যাল ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দিনব্যাপী নওগাঁ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতি ভবণে ঢাকা বারডেম হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে মেডিক্যাল ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চিকিৎসাসেবা শেষে রাতে অনুষ্ঠিত হয় সায়েন্টিফিক সেমিনার। এতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। নওগাঁ ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, নওগাঁ জেলা বিএমের সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সালাম, আলহাজ্ব জাহাংগীর আলম, সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ আলহাজ্ব এছাহাক আলী আকন্দ, ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, ডা. এ কে এম রেজাউল মাহমুদ প্রমুখ। এলাই লিলি এ্যান্ড কোং, বাংলাদেশ অপারেশন কর্তৃক স্পনসরকৃত সেমিনারে “ ডায়াবেটিস ম্যানেজমেন্ট এ্যান্ড ইনস্যুলিন আপডেট” বিষয়ে বক্তব্য রাখেন, বারডেম হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ আমিন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test