E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর রেলওয়ে জংশনে সি সি ক্যামেরা স্থাপন

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৮:১৮:০৩
গৌরীপুর রেলওয়ে জংশনে সি সি ক্যামেরা স্থাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে ষ্টেশনে ট্রেনের যাত্রী সাধারণের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মীর্জা মুহাম্মদ শামছুল হক, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস এম আলী আহাম্মদ, পৌর আওয়ামলীগ রেতা রনজিৎ ঘোষ, গৌরীপুর প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, জিআরপি ফাঁড়ি ইনাচার্জ কাওছার আহাম্মেদ, আরএনবি কর্মকর্তা তোফায়েল আহাম্মেদ প্রমুখ। ষ্টেশন মাষ্টার জানান, বাংলাদেশ রেলওয়ে টেলিকম রেডিও বিভাগ কর্তৃক উচ্চ ক্ষমতা সম্পন্ন এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এতে থ্রী মেগা পিক্সেল ১২টি ক্যামেরা, ১৬টি চ্যানেল ও ৩টি মনিটর রয়েছে। ৩টি মনিটর ষ্টেশন মাষ্টার অফিস, জিআরপি ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনীর অফিসে স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে ষ্টেশনের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

জানা গেছে, গৌরীপুর জংশন দিয়ে বিভিন্ন লাইনে প্রতিদিন ৩০টি ট্রেন চলাচল করে। তন্মধ্যে আপ এন্ড ডাউন আন্তঃনগর ৬টি, কমিউটার ৪টি, এক্্রপ্রেস ৪টি ও ১৬ টি লোকাল ট্রেন। এ ষ্টেশনের মাধ্যমে বিভিন্ন লাইনে প্রতিদিন ১০ হাজার ট্রেন যাত্রী চলাচল করে। প্রতিদিন প্রায় দেড় লক্ষ আয় হলেও প্রাচীন এই ষ্টেশনটি সংস্কার ও আধুনিকায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। গৌরীপুরবাসীর দীর্ঘ দিনের দাবি এই ষ্টেশনটি রি-মডেলিং করা হোক।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test