E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৭:০৫:০৫
নওগাঁয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

নওগাঁ প্রতিনিধি : ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এই শ্লোগানকে সামনে নিয়ে শনিবার নওগাঁর মান্দা, রানীনগর, পত্নীতলা, ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মান্দা উপজেলার চৌরাস্তার মোড়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স. ম. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ দেওয়ান ওয়ালী হোসেন পিন্টু, একাব্বর আলী মোল্লা, আবু বকর সিদ্দিক, খামারি রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ইনডেক্স ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনের দুই শতাধিক শিক্ষার্থীকে একটি করে মুরগির ডিম খাওয়ানো হয়।

সপ্তাহ উদযাপন উপলক্ষে এদিন সকালে রানীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সেবা সপ্তাহ শুরু হয়। র‌্যালিটি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি ছাড়াও গরু ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট, টিকা প্রদান এবং ডিম খাওয়া কর্মসূচী পালন করা হয়।

আদিবাসী অধ্যুষিত টিকরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিম খাওয়া কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। পত্নীতলায় র‌্যালী শেষে খামারী সমাবেশ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। ধামইরহাটে তালঝাড়ী আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ জন শিক্ষার্থীদের মাঝে পুষ্টি খাদ্য হিসেবে দুধ ও ডিম বিতরণ করা হয়।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test