E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক দিয়ে পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন!

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৮:২০:৪৩
গৌরীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক দিয়ে পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর ইসলামাবাদ মাদ্রাসায় চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষা কেন্দ্রে অবসরপ্রাপ্ত একজন শিক্ষককে দিয়ে দায়িত্ব পালন করানোর অভিযোগ ওঠেছে ওই হলের কেন্দ্র সচিবের বিরুদ্ধে।

অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রে বাংলা পরীক্ষার দিন সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মৌলভী শিক্ষক মোঃ শামছুদ্দিনকে শিক্ষকের অফিসকক্ষে দায়িত্ব পালন করতে।

এ সময় তিনি বলেন, ২০০৩ ইং সনে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করেন। পরীক্ষা হলের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিনের মৌখিক নির্দেশে শুধু পরীক্ষার খাতাপত্র বোর্ডে প্রেরণের জন্য বাধাইয়ের কাজে তিনি সহযোগিতা করে আসছেন।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ইসলামাবাদ মাদ্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন জানান, ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে দিয়ে অফিস কক্ষে শুধু খাতাপত্র বান্ডেল করার কাজে সহযোগিতার জন্য আনা হয়েছে। তাকে দিয়ে কোন ক্লাসরুমে ডিউটি পালন করানো হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, নিয়মিত শিক্ষক থাকার পরও কেন অবসরপ্রাপ্ত শিক্ষককে দিয়ে পরীক্ষার দায়িত্ব দেয়া হলো তা তিনি কেন্দ্র সচিবের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাইবেন।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test