E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে ১৪৪ ধারা জারি

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৫:১৮:২২
কিশোরগঞ্জে ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতির আশঙ্কায় পৌর এলাকয় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ সোমবার দুপুর দেড়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে ঈদগাহ ও পৌরসভার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু পৌর সদরের ইদগাহ মাঠে সোমবার বিকেল ৩টায় দলের কর্মীসভার আয়োজন করে। কর্মীসভার জন্য ইদগাহ মাঠে মঞ্চও তৈরি করা হয়।

এদিকে একই স্থান ও সময়ে পাল্টা সামাবেশের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের অপর যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন। উভয় পক্ষ অনুষ্ঠানের সমর্থনে মাইকিং করতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় উপজেলা প্রশাসন উভয়পক্ষকে নিয়ে আজ দুপুর ১২টার দিকে সমঝোতা বৈঠকে বসেন। কিন্তু উভয়পক্ষ তাদের অবস্থানে অনঢ় থাকায় অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পৌরসদরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test