E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে মাদক সম্রাট বোম নবীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১৪:৫৯:৪২
নোয়াখালীতে মাদক সম্রাট বোম নবীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাধীন ৬নং ধানশালিক ইউনিয়নের ১নং ওয়ার্ডে বসবাসরত আবদুল মালেকের ছেলে মোঃ নুর নবী (প্রকাশ বোম নবী) এর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন একই এলাকার বসবাসকারি মফিজ মিয়ার ছেলে মোঃ নাছের (৩৮)।

ঘটনার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নাছের এবং বোম নবীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা মকদ্দমা চলে আসছে। তারই ধারাবাহিকতায় বোম নবীর কু-কীর্তি ঢাকতে পরিকল্পিতভাবে বোম নবীর স্ত্রী রহিমা বেগম (৪০) নাছেরের বিরুদ্ধে একটি মিথ্যা পিটিশন মামলা করেন, মামলা নং-০৬/২০১৭। মামলার এজাহারে জানা যায়, ২১ শে ডিসেম্বর ২০১৬ ইং বুধবার বিকাল ৩ ঘটিকায় আসামি নাছের এর বসত বাড়িতে গিয়ে তাকে শ্লীলতাহানি ঘটায় এবং তার কাছ থেকে স্বর্ণ অলংকার লুটে নেয়, এদিকে এজাহারে আরো উল্লেখ আছে সাক্ষী মারজাহান বেগমকেও শ্লীলতাহানি করেন ও স্বর্ণালংকার নিয়ে যায়। কিন্তু সরেজমিনে গেলে বাহির হয়ে আসে রহস্যময় তথ্য, ২নং সাক্ষীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি এই মামলার সাক্ষী কিন্তু আমি জানিনা শুধু তাই নয় আমাকে কেউ শ্লীলতাহানি করেনি এবং আমার কোন স্বর্ণালংকার নেয়নি এটা মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন। এটা ভুক্তভোগীকে হয়রানি ছাড়া আর কিছুই নয়। এই ভাবে সকল সাক্ষীর একই অভিযোগ।

মামলায় উল্লেখ আছে ঘটনার সময় বাদীনির স্বামী ঘরে ছিলেন তাও মিথ্যা সে তখন ছিলেন জেল হাজতে। ৬নং সাক্ষী স্থানীয় ওয়ার্ড মেম্বার আজিম বলেন, তারা আমাকেও সাক্ষী করলেন কিন্তু আমি জানিনা, আমি ঘটনার দিন বিশেষ ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলাম। আবার বলা হলো রাত তিনটার সময় ঘটনাটি ঘটে কিন্তু মামলায় লেখা আছে বিকাল তিনটা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসি অভিযোগ করে বলেন, নাছের এবং বোম নবীর মধ্যে বাড়িতে হাঁস-মোরগ নিয়েম বাকবিতন্ডা হয়। এই কথা কাটাকাটি নিয়ে নবী কয়েকদিন আগে নাছেরের দোকানে এসে তাকে গরম তেল দিয়ে ঝলসে দেয়, পরে নাছের মামলা করলে বোম নবী কয়েকদিন জেল হাজতে থাকেন যার মামলা নং- জিআর-১৭৬৯/১৬, ঐ মামলাকে কেন্দ্র করে উপরোক্ত মিথ্যা মামলাটি দেওয়া হয়। যা পুরো মিথ্যা বানোয়াট যার কোন ভিত্তি নেই বলে মনে করেন এলাকাবাসি।

তারা আরো বলেন, নবী ঢাকাতে টাকার বিনিময়ে বোমাবাজি করেতেন এবং বোম বিক্রি করতেন, মূলত সেখান থেকেই তাকে বোম নবী হিসেবে সবাই চিনেন। এখন এলাকাতেও সে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য বিক্রি এবং সেবনে লিপ্ত থাকেন। এলাকার মান্যগন্য ব্যক্তিরা বলেন, এই বোম নবী কথিত নেতা পরিচয় দিয়ে এলাকায় অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন তার কাছে এলাকার সাধারণ মানুষ জিম্মি। প্রতিনিয়ত তার অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তারা অতিস্বত্তর বোম নবীকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, তাকে স্থানীয় ভাবে ইন্দন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি মহল। তার মধ্যে রয়েছে তারই ভগ্নিপতি ৮নং সাক্ষী বেলাল মেম্বার ও স্থানীয় একটি কুচক্রী মহল।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করেন, এদিকে বেলাল মেম্বারকে একাধিক বার ফোন দেওয়ার পরেও সে রিসিভ করেননি।

এলাকাবাসীর দাবি অতি দ্রুত নাছেরের বিরুদ্ধে করা মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া ও বোম নবীকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।

(এমআইইউ/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test